নকলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরের নকলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ অক্টোবর রবিবার সকালে আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ, নকলা শাখার আয়োজনে কোর্ট বিল্ডিং চত্বর থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন। উল্লেখ্য, প্রতিবছর উপজেলায় বিশেষ মর্যাদায় বিশেষ এ দিনটি উদযাপন করেন ভক্ত ও আশেকানবৃন্দ। Related posts:শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসকঝিনাইগাতীতে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঝিনাইগাতীতে আমন ধানের বীজ উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত Post Views: ১৭৮ SHARES শেরপুর বিষয়: