নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২ ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওইসব বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিকের ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং ৩০ জন মেয়েকে বাইসাইকেল দেওয়া হয়। Related posts:শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন শাহ শিবলী সাদিকশেরপুরে সবাইকে কাদিয়ে শেষবিদায় নিলেন সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহনঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: