নালিতাবাড়ীতে সহায় সম্বলহীন ১৫০ জন নারী পেলেন আর্থিক অনুদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহায় সম্বলহীন ১৫০ জন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ২৪ অক্টোবর সোমবার সকালে নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মিলনায়তনে এই বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, কলেজের অধ্যক্ষ মোফাশ্বেরুল মঞ্জিল প্রমুখ। পরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর ও দক্ষিন রাণীগাঁও এবং বাঘবেড় বালুরচর গ্রামের সহায় সম্বলহীন ১৫০ জন নারীকে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে বিদায় সংবর্ধনাশেরপুরে মালিকের অবহেলা ও উদাসিনতার কারণে প্রাণ গেল কিশোরের Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: