ফুলপুরে ইয়াবা ও বিদেশি মদসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ১৫০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদসহ রায়হান শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ -এর ইন্সপেক্টর চন্দন গোপাল সুরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বওলা ইউনিয়নের কুকাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামিরাকান্দা উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদির শেখের ছেলে।

এর আগে পৃথক অভিযানে পাশের উপজেলা থেকে মামুন মিয়া (৩৪) ও আলমগীর হোসেন (২৫) নামে আরও দুজন মাদক কারবারিকে আটক করা হয় বলে জানান চন্দন।
এ বিষয়ে মাদক আইনে রায়হানের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে উল্লেখ করে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।