শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প প্রধান অতিথির বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ-আল-মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। আলোচনা শেষে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো মাসিক পুলিশ বুলেটিনের উদ্বোধন করেন। ওইসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতাবৃন্দসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুল পেলেন অটোরিকশানকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু Post Views: ২১৭ SHARES শেরপুর বিষয়: