শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সেপ্টেম্বর-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সোমবার শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। সভায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন৷ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:হাসপাতালে হাজতির মৃত্যুশ্রীবরদী সীমান্তে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী খাদ্য উপযোগী বাগানে গাছের চারা রোপনের উদ্বোধনশেরপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে সাংবাদিকদের কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: