শেরপুরে র্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৮ অক্টোবর মঙ্গলবার রাতে সদর উপজেলার ভাটপাড়া ও কানাশাখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সদর উপজেলার খুনুয়া চরপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৪১) ও পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. এনামুল ইসলাম (৩৯)। বুধবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় ১০২ পিস ইয়াবা ও নগদ সাড়ে তিন হাজার টাকাসহ মো. আলমগীর হোসেনকে আটক করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৬শ টাকা। এছাড়া একইদিন রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ মো. এনামুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব সদস্যরা। ওইসময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ও নগদ ৬শ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ হাজার ১শ টাকা। এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যাঝিনাইগাতীতে ইউএনও’র মানবিক উদ্যোগে দুই গৃহহীন পরিবারের ঠাঁই হলো আশ্রয়ণ প্রকল্পেশেরপুরে হেফাজত ইসলামের এক সদস্য গ্রেফতার Post Views: ২৫৫ SHARES শেরপুর বিষয়: