শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ ‘হাতের পরিচ্ছন্নতা, এসো সবে এক হই’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর উদ্যোগে বর্ণাঢ্য রেলি বের হয়ে সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়। ওইসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ২৭০০ টাকার পাঞ্জাবি কিনে সাড়ে ৩ লাখ টাকার মোটরসাইকেল পেলেন শিক্ষকঝিনাইগাতীতে পুনাকের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণনালিতাবাড়ীতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ Post Views: ২২২ SHARES শেরপুর বিষয়: