১৫ নভেম্বর থেকে অফিস ৯-৪টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়। ৩১ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তিনি বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এছাড়া স্কুল কলেজের সময়সূচির বিষয়ে উনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। বিদ্যুতের জন্য সময়সূচি ১ ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯-৪টা করে দেওয়া হলো। কারণ শীতকালে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময়সূচি ১ ঘণ্টা কমিয়ে দেয়া হয়েছিল। এটার প্রতিফলন কী বা কোনো আউটপুট আছে কী না- জানতে চাইলে তিনি বলেন, আছে। ডিস্ট্রিবিউট হয়ে গেছেতো। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। এর ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে (অন্য কোনো প্রতিষ্ঠান বা আবাসিকে) দেওয়া সম্ভব হচ্ছে। Related posts:২০২১ সালের সরকারি-বেসরকারি স্কুলের ছুটির ক্যালেন্ডার প্রকাশসমালোচনার মুখে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর দুঃখপ্রকাশজেনারেল র্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত সেনাপ্রধানকে Post Views: ২০০ SHARES জাতীয় বিষয়: