ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস হল রুমে ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ১ শত জন কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদান, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ ও রায়সানিক সার কৃষি প্রণোদনা কর্মসূচী-২০২২ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া আক্তারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (এমপি’র প্রতিনিধি) শাহ আলম। ওই সময় উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামানসহ প্রণোদনা গ্রহণকারী কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৭টি ইউনিয়নে ৪ হাজার ১শ কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা ও ১ কেজি পেয়াঁজ কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ফসল চাষের উপযোগিতা এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে। Related posts:শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভাশেরপুরে সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলনশেরপুর মুক্ত দিবস পালিত Post Views: ২১৪ SHARES শেরপুর বিষয়: