ঝিনাইগাতীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২ হারুন অর রশিদ দুদু : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ অর্জন, ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, সরকারী গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক মানুষের মাঝে তুলে ধরা, জনগণকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ৯ নভেম্বর বুধবার ২০২২ ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। Related posts:শেরপুরে ৭০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১শ্রীবরদীর ভেলুয়ায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি স্বতন্ত্র প্রার্থী জুবায়েরেরনালিতাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে দোকানে দোকানে পুলিশের গোল বৃত্ত অংকন Post Views: ১৬৮ SHARES শেরপুর বিষয়: