ঝিনাইগাতীতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খোরশেদ আলম(৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ৯ নভেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মফিজল ওরুফে মেগার ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই আতিকুর রহমান আতিকসহ সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ব্র্যাক অফিস সংলগ্ন খোরশেদের মুদি দোকানে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যুঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে ৩৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ Post Views: ২৫৭ SHARES শেরপুর বিষয়: