নালিতাবাড়ীতে বরেণ্য রাজনীতিবিদ বাদশার প্রথম মুত্যুবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে বরেণ্য রাজনীতিবিদ কৃষিবিদ বদিউজ্জামান বাদশার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ডায়াবেটিক হাসপাতাল ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের আয়োজনে ২২ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে গত মঙ্গলবার সকালে নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোক র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়। শোক র্যালিতে রাজনৈতিক, সাধারন জনগণ ও শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে দুপুরে ছিটপাড়া মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এমএ. হাকাম হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন এসডিএফ’র চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বাদশার ছেলে রাগিব হাসান ভাষণ, বীরমু ক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজদ্দৌলা, হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ। Related posts:নকলা প্রেসক্লাব কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতারএনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধনশেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ'লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: