যুগ্মসচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২ যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তা। বুধবার (০২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে বলে জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল sa1@mopa.gov.bd এ প্রেরণ করবেন। দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের এক আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এসব কর্মকর্তার প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি পাওয়া পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন জানিয়ে এতে বলা হয়, তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে গতকাল প্রশাসনের ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। Related posts:সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতারঅভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজের দায় নিতেই হবে: তথ্যমন্ত্রীঅশুভ শক্তির পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের Post Views: ১৫৫ SHARES জাতীয় বিষয়: