রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। ২৩ নভেম্বর বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিদের্শক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পর দিন ৯ ডিসেম্বর। Related posts:রোহিঙ্গাদের উসকানি দেবেন না, বিএনপিকে ওবায়দুল কাদেরশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ.লীগের সমাবেশআওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার: কাদের Post Views: ১৮২ SHARES রাজনীতি বিষয়: