রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২ বিএনপি রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৭ নভেম্বর বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, বিএনপির কেউ অংকের হিসাব জানে না। লেখাপড়া না জানলে হিসাবটা করবে কিভাবে। এ কারণে বিএনপি রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সবাই করবো। আমরা মনে করি, সবাই এক সঙ্গে লড়াই করবো ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে।’ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। Related posts:শেরপুরে মৃগী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারশেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও মাছ অবমুক্তকরণনালিতাবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন Post Views: ২০৯ SHARES শেরপুর বিষয়: