শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে হুইল চেয়ার পেলেন ৪ প্রতিবন্ধী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২ শেরপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের নিয়মিত গণশুনানীতে হুইল চেয়ার পেয়েছেন ৪ প্রতিবন্ধী। ৯ নভেম্বর বুধবার জেলা প্রশাসক সাহেলা আক্তার তার নিজ অফিস কক্ষে গণশুনানি করেন। ওইসময় তিনি সেবা-প্রত্যাশী জনগণের অভাব, অভিযোগ, আবেদন শুনেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ নিষ্পত্তি করেন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ওইসময় তিনি ৪ জন প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেন। গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মন্ত্রীপরিষদ কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানী হয়ে আসছে। গণশুনানীকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীদের অভাব, অভিযোগ ও আবেদন শুনে তাৎক্ষণিক সমাধান করছেন। Related posts:শেরপুরে এবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো দুই শতাধিক পরিবহন শ্রমিকশেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানাপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: