শেরপুরে তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২ শেরপুরে স্বেচ্ছাসেবী ও তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপী শহরের নিউমার্কেট আলিশান কমিউনিটি সেন্টারে জাগো ফাউন্ডেশনের ইয়্যুথ প্ল্যাটফর্ম ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি নাঈম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও-১) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুশফিকুর রহমান, নিউজটুয়েন্টিফোর ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের এবং শেরপুর ৩৬০ ডিগ্রির অ্যাডমিন আছিয়া খাতুন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনিকা তাসফিয়ার সঞ্চালনায় স্বেচ্ছাসেবী বিষয়ে বক্তব্য রাখেন ডা. শিহাবুল হাসিব অনিক, কমিউনিটি বিল্ডআপ বিষয়ে বক্তব্য রাখেন আহমেদ আল কবির, নাগরিক শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন মলয় মোহন বল এবং নাগরিক সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান হাসান রাব্বী। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার ৮০ জন স্বেচ্ছাসেবী ও তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশের বোর্ড সদস্য, কমিটি সদস্য, সাধারণ সদস্য, শেরপুর ৩৬০ ডিগ্রির অ্যাডমিন মডারেরটরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধারঝিনাইগাতীতে উপজাতি পরিবারের মাঝে পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরণঝিনাইগাতী মহিলা কলেজের সেই অধ্যক্ষের বিরুদ্ধে ২ মাসেও নেওয়া হয়নি শাস্তিমূলক ব্যবস্থা Post Views: ২০২ SHARES শেরপুর বিষয়: