শেরপুরে র্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২ শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৩ নভেম্বর ভোররাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন পার্শ্ববর্তী বলাইয়েরচর ইউনিয়নের চরখারচর গ্রামের মো. গোল মাহমুদ শেখের ছেলে। একইদিন বিকেলে তাকে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ৯৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন সেটসহ মো. স্বপন মিয়াকে আটক করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানায় র্যাব। এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপননালিতাবাড়ীতে ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু Post Views: ২২৭ SHARES শেরপুর বিষয়: