শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ওই সভা দুটি অনুষ্ঠিত হয়। এছাড়াও ৭ ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড. মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো প্রমুখ। ওইসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে পাখি শিকারের দায়ে ৩ শিকারীকে জরিমানানকলায় বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণাঢ্য র্যালিঝিনাইগাতীতে প্রয়োজন সুপার শপ উদ্বোধন Post Views: ১৩০ SHARES শেরপুর বিষয়: