ঝিনাইগাতীতে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক চাঁন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে অবস্থিত গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের একাডেমিক ভবনটি ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন বিদ্যালয়ে পৌছার পর ম্যানেজিং কমিটিসহ শিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামী নেতা আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিতশ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর, আহত ১নালিতাবাড়ীতে এসডিএফের আর্থিক অনুদান পেলেন ৩৫৯ জন নারী Post Views: ২৬১ SHARES শেরপুর বিষয়: