নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৭), একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) ও একই গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩২)। লালপুর থানার ওসি জানান, শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। Related posts:মাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষকসাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যুমিঠামইনে মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি Post Views: ১৮১ SHARES সারা বাংলা বিষয়: