নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেলে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর ভোগাইপাড় এলাকায় ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে গত শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। এসময় তিনি শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই এলাকার উত্তর কোন্নগর নদীরপাড় সংলগ্ন উত্তোলিত বালু জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীকে ‘ভূমিহীন মুক্ত’ ঘোষণার বিষয়ে বিশেষ যৌথ সভা অনুষ্ঠিতনকলায় নিজ বাড়ি থেকে শ্রমিকের লাশ উদ্ধারশেরপুরে পরিবহন চালক-শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা Post Views: ২১৩ SHARES শেরপুর বিষয়: