নালিতাবাড়ীতে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে ওই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। প্রণোদনা বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কমকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াছ কুরুনী, উপজেলা কৃষি কমকর্তা আলমগীর কবির প্রমুখ। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফসী) ও হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এতে তিন হাজার ৭০০ কৃষককে এক বিঘা জমি আবাদে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এছাড়া ৪ হাজার ৩০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়। Related posts:নকলায় ভেঙে ফেলা হচ্ছে কল্পনা সিনেমা হলশ্রীবরদীতে আগুনে পুড়ল ২০ দোকানশেরপুরে জেলা পুলিশের হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: