পিকআপের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২ শেরপুরের নকলায় পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার গড়েরগাঁও বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত তায়েফ হাসান ওই এলাকার প্রবাসী আবু বাক্কার ছেলে। দুই যমজ শিশুর মধ্যে তায়েফ একজন। পুলিশ জানায়, আজ বিকেলে বাড়ি থেকে খেলার ছলে শিশু তায়েফ বাইপাস সড়কে চলে যায়। এসময় ময়মনসিংহগামী পিকআপের চাকায় পৃষ্ট হয় সে। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তায়েফকে মৃত বলে ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:চিরনিদ্রায় শায়িত হলেন শেরপুরের কিংবদন্তি ব্যবসায়ী আলহাজ্ব ইদ্রিস মিয়াঘূর্ণিঝড় মোখা‘র প্রভাব থেকে পরিত্রানের উদ্দেশ্যে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভানালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: