ময়মনসিংহ মহানগর ও জেলা শাখা আওয়ামী লীগের নয়া কমিটি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার সভাপতি পদে নতুন মুখ এলেও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আগেরজনকেই নির্বাচিত করা হয়েছে। এহতেশামূল আলমকে জেলা শাখার নতুন সভাপতি হয়েছেন এবং সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সম্পাদক একই দায়িত্বে ফিরেছেন। মহানগর শাখার সভাপতি হয়েছেন সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক পদে বহাল আছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত উর রহমান শান্ত। ৩ ডিসেম্বর শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জেলা ও মহানগরের সম্মেলনে নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করবেন। নবগঠিত জেলা আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘নেত্রী দ্বিতীয়বারের মতো আমার ওপর আস্থা রেখেছে। আশা করছি, নিজ কর্মের মাধ্যমে আস্থার প্রতিদান দেব। দলকে আরও সুসংগঠিত করতে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’ Related posts:ফাকা বাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণবিএনপি আবারও জ্বালাও-পোড়াও অবস্থা তৈরি করতে চাচ্ছে : লিটনজামালপুরে ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা ভবন উদ্বোধন Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: