শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় শহর যুব মহিলা লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ অন্যান্যরা। সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। Related posts:শেরপুরের বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজিমুল হকের ইন্তেকালনালিতাবাড়ীতে রোহিঙ্গা যুবক আটকশেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল Post Views: ২৩৯ SHARES শেরপুর বিষয়: