শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিক, সম্পাদক ছানু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান। তিনি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ। সাধারণ সম্পাদক হয়েছেন ছানুয়ার হোসেন। তিনি এর আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত সম্মেলন শেষে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে সদ্য সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপি আন্দোলনের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে।’ ২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে সাত বছর পর গতকাল সম্মেলন অনুষ্ঠিত হলো। Related posts:নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর ভোগাই নদী থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার, আটক ১নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যুঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেফতার Post Views: ১৬৭ SHARES শেরপুর বিষয়: