ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্ধুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন। সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন তারা। খবর: বিবিসির। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুটি মরদেহ দেখতে পায়। ভুক্তভোগী অন্যরা বাড়ির ভেতরে ছিলেন। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয় পুলিশ। পরে সেখানে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, ভুক্তভোগী পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে উল্লেখ করেছেন তুলারে কাউন্টি শেরিফ মাইক । তিনি বলেন, হামলায় জড়িতদের পুলিশ খুঁজছে। ঠিক এক সপ্তাহ আগেই ওই বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। তিনি বলেন, হামলায় অন্তত দুজন জড়িত সন্দেহে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। আমার কাছে আরও তথ্য আছে তবে তা আপাতত বলা সম্ভব নয়। Related posts:বিশ্বের বাসযোগ্য শহরের শীর্ষে ভিয়েনা, নিচের দিকে ঢাকাফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে গুলি, সাবেক মেয়রসহ নিহত ৩করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে যে ওষুধ! Post Views: ১৯৫ SHARES আন্তর্জাতিক বিষয়: