জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব বাবর আলী হাই স্কুলে নতুন বই বিতরণের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ শেরপুরে ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার নিজ হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান, জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব বাবর আলী হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক উল্লেখিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান। ১ জানুয়ারি রবিবার সকালে শহরের কামারিয়াস্থ স্ব-স্ব বিদ্যালয়ে ওই বই বিতরণ করা হয়। নতুন বই বিতরণকালে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান সোপান। প্রতিযোগিতায় বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বই বিতরণকালে স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:সরকারি নাজমুল স্মৃতি কলেজে ক্রীড়া সামগ্রী দিলেন ভাইস চেয়ারম্যান আমিনুলশেরপুরের নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিতনালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ লাখ ঘনফুট বালু জব্দ Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: