ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলহারী নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রেজাউল করিম, নলকুড়া ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মজনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফুলহারী নিবাসী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এর প্রতিবাদ জানানো হয়। একই সাথে প্রাণনাশের হুমকি প্রদানকারী আকরাম বাহিনীর সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। Related posts:ঝিনাইগাতীতে শ্রমিক দল নেতাসহ ৪ জনের কারাদণ্ডনকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিতশ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: