ঝিনাইগাতীতে রাতের আধারে সবজি (শিম) বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের সাইদুল মাষ্টারের পুত্র কৃষক মিলন মিয়ার ২০ শতাংশ জমিতে চাষকৃত ধরুন্তি শিম ও ফুলে-ফলে সুসজ্জিত সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। কৃষক মিলন মিয়া জানান, ইতিমধ্যেই তিনি ১৬ হাজার টাকার শিম বিক্রি করেছেন। আরো ৩ মাস এই শিম বিক্রি চলত। শিম বাগানটি দুস্কৃতিকারীরা কেটে ফেলার কারণে তার প্রায় লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ বলেন, ৮ জানুয়ারী রবিবার রাতের আধারে চাষী মিলন মিয়ার ২০ শতক জমিতে সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ কেটে দেয় দুস্কৃতিকারীরা। এমন চিত্র দেখলে পাষাণের চোখেও জল এসে যাবে। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ৯টায় এলাকাবাসী ভিড় জমায় ওই বাগানে। সঠিক তদন্তের মাধ্যমে ওই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবীও জানান এলাকাবাসী ও কৃষক মিলন মিয়া। নিজস্ব পুঁজি না থাকায় ঋণ করে চাষী মিলন মিয়া ২০ শতক জমিতে সবজির মৌসুমে শিম চাষ করেন। বাগানে উৎপাদিত সবজি (শিম) বিক্রি করে দেনা পরিশোধ ও লভ্যাংশ দিয়ে সংসার চালানোর কথা তার। কিন্তু রাতের আধারে এসব সবজি (শিম) গাছ কেটে ফেলায় নিঃস্ব হয়ে পড়েন চাষী মিলন মিয়া। Related posts:শেরপুর জেলা জবিয়ান ফোরামের উদ্যোগে ইফতার বিতরণঝিনাইগাতীতে মোবাইল কোর্ট পরিচালনায় ৩টি মামলায় ২ হাজার ৫ শত টাকা জরিমানাঝিনাইগাতীতে জমি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার অসহায় রিক্সা চালক Post Views: ২৩৩ SHARES শেরপুর বিষয়: