ঝিনাইগাতীর বেদেপল্লীতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদেপল্লীর ৪০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ওইসময় বেদে পল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্বচ্ছ ও সুস্থ জীবনযাপনে থাকবেন। মাদক, ইভটিজিং, জুয়াসহ সকল অপরাধ থেকে দূরে থাকুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনার উল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বেদে পল্লীর ৪০টি পরিবারের মধ্যে ২টি করে কম্বল বিতরণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আটক ২শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলমের ইন্তেকাল Post Views: ১৩৮ SHARES শেরপুর বিষয়: