তানজীব সারোয়ারের নায়িকা দীঘি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩ কদিন আগেই ৬ কেজি ওজন কমানোর খবর দিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। নতুন ফিগারে নায়িকার কাজ দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। এবার এলো সেই খবর। সম্প্রতি নতুন ফিগারে একটি মিউজিক ভিডিওর কাজ করেছেন দীঘি। ‘ভালো থাকার কারণ’ শিরোনামের গানটির গায়ক তানজীব সারোয়ার। ভিডিওতে দীঘির নায়ক হিসেবে অভিনয়ও করেছেন তিনি। তানজীব সারোয়ার বললেন, ‘বিষয়টি আসলে বেশ প্রেমময়। ১১ ও ১২ জানুয়ারি আমি আর দীঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে। আমি মূলত গায়ক মানুষ। তবে এই দুটো দিন দীঘির নায়ক হয়ে ছিলাম।’ কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন তানজীব। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে মিউজিক্যাল ফিল্ম আকারে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। Related posts:না ফেরার দেশে কিংবদন্তি কত্থক শিল্পী বিরজু মহারাজনতুন বছরে জনির কথায় আসছে সোহাগের ‘ফিরে এসো’প্রথমবার একসঙ্গে মৌ ও ফেরদৌস Post Views: ২৫০ SHARES বিনোদন বিষয়: