দেশে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার এই নতুন উপধরন শনাক্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে। Related posts:প্যারিসে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শেখ হাসিনা-ম্যাক্রোঁ বৈঠকএকদিনে ২৯৪ জনের ডেঙ্গু শনাক্তচীন থেকে আসছে ২০০০০ কিটস ও পিপিই Post Views: ১৩৫ SHARES জাতীয় বিষয়: