নকলায় বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩ শেরপুরের নকলায় বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামের এক ট্রলি চালকের নিহত হয়েছে। ৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার সূর্যদী গ্রামের আব্বাস আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলিচালক ফারুক হোসেন নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে তেল নেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ান। ওইসময় জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিচালক ফারুক হোসেনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ট্রলিচালক ফারুক হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধননকলায় গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় পল্লী এ্যাম্বুলেন্স চালুনিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: