নীলফামারীতে গভীর রাতে পুলিশ সুপারের কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩ গভীর রাতে ছিন্নমূল মানুষ ও পথকলি শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম। ২০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে দশটায় পুলিশ সুপার এবং তার প্রশাসন হটাৎ উপস্থিত হন নীলফামারী পুরাতন স্টেশনে। সেখানে রাত্রি যাপন করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিছিয়ে দেন। এরপরে গাড়ি নিয়ে ছুটে যান নীলফামারীর কলেজ স্টেশন প্লাটফর্মে সেখানেও বৃদ্ধ দুস্ত অসহায় দের মাঝে কম্বল দেন। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সর্ব উত্তরের এই নীলফামারীতে কি করম শীত সেটা কেবল এই এলাকার মানুষ এবং আমরা যারা কর্মরত চাকুরীজীবি রয়েছি তারাই বলতে পারবেন, সারাদেশে কেউ বুঝতেই পারবেনা নীলফামারীর শীতের ভয়াবহতা,তাই আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩শত কম্বল দেওয়া হলো আরও দেওয়া হবে। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ সহ ডিবি ও সিআইডি’র কর্মকর্তাগণ। Related posts:জামালপুরে চলন্ত ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধেরকুয়াকাটায় ৬০ কেজি ওজনের সামুদ্রিক শোল মাছ ধরলেন জেলেরাবান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত Post Views: ১৮১ SHARES সারা বাংলা বিষয়: