মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন জারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩ ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। আজ (মঙ্গলবার) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তাকে সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিনি বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী। ১২ জানুয়ারি দিনগত রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। Related posts:শেরপুরে সীমান্তবর্তী উপজেলা গুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কারিতাসের লিফলেট বিতরণটিকা না নিয়ে বের হলে শাস্তিকোটা আন্দোলনের নামে এতগুলো প্রাণ ঝরবে কখনো ভাবিনি: প্রধানমন্ত্রী Post Views: ১২৯ SHARES জাতীয় বিষয়: