শেরপুরে ঐতিহ্যবাহী ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ শেরপুরে ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকালে শহরের শেখহাটিস্থ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ওই বই বিতরণ করেন প্রধান অতিথি ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান। নতুন বই বিতরণকালে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, আমরা নিজেরা যখন পড়ালেখা করেছি সে সময় বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই পায়নি। আমরা আমাদের সিনিয়র ভাইদের কাছে থেকে বই সংগ্রহ করে পড়ছি এবং অন্যান্য বই লাইব্রিরী থেকে ক্রয় করে লেখাপড়া করেছি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছে। এটা বর্তমান শিক্ষার্থীদের জন্য সৌভাগ্যের ব্যাপার। বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওইসময় তিনি আরও বলেন, শেখহাটিসহ আশেপাশের এলাকার গরীব-অসহায় শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমার বাবা প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়া এ মাদ্রাসাটি গড়ে তুলেছেন। ইতোমধ্যেই এ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি বলেন, মাদ্রাসায় পড়ালেখা করেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এবং বিভিন্ন অফিসার হওয়া যায়। তাই মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার কিছু নেই। সকলের সহযোগিতা নিয়ে এ মাদ্রাসাটি দেশের সেরা মাদ্রাসা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ওইসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল রহমানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে বন্যার্তদের পাশে ‘ভয়েস অব ঝিনাইগাতী’শেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে আরও খাদ্যসামগ্রী দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদনকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেলন নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান Post Views: ১৪৯ SHARES শেরপুর বিষয়: