শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। প্রতিযোগিতায় বয়স ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের জন্য দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন। Related posts:ফুলপুরে পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভাশেরপুরে র্যাবের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোচনা সভা ও র্যালি Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: