শেরপুরে সূর্যদী’র গণহত্যায় শহীদ-যুদ্ধাহত পরিবারের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩ শেরপুর সদর থানাধীন সূর্যদী গ্রামে যুদ্ধ ও গণহত্যায় শহীদ এবং যুদ্ধাহত পরিবারের সদস্যদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার বিকেলে সূর্যদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সূর্যদী গ্রামের যুদ্ধাহত ও গণহত্যায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। জেলা পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, কামারিয়া ইউপি চেয়ারম্যান সারওয়ার জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুদ্ধাহত ও গণহত্যায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে সাজ্জাত হত্যার আসামিদের গ্রেফতার-ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভশেরপুরে পঞ্চম দিনেও কঠোর অবস্থানে প্রশাসন ॥ মাঠে ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারশেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন Post Views: ১৪৩ SHARES শেরপুর বিষয়: