ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ হারুন অর রশিদ দুদু : “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিলের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ও স্থানীয় খামারীরা। বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনীরা, বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। এতে উপজেলার বিভিন্ন স্তরের খামারী, উদ্যোক্তা, প্রান্তিক খামারীরা অংশ নেয়। এ সময় খামারীরা প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল, ঔষধ, খাদ্য, চিকিৎসার নানা ধরনের উপকরণ প্রদর্শনী করেন। Related posts:নালিতাবাড়ীতে মাকে হত্যার পর রাতের আঁধারে নদীতে লাশ ফেলে এলো ছেলেশেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি স্থগিত, মিষ্টি বিতরণশেরপুরে করোনা জনিত পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ কারাগার থেকে মুক্তি পেলো দণ্ডপ্রাপ্ত ১৫ বন্দি Post Views: ১৮৬ SHARES শেরপুর বিষয়: