টম ক্রুজের মতোই ভয়ডরহীন শাহরুখ খান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ চার বছর পর পাঠান সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যে দুর্দান্ত করা শাহরুখ খানকে নিয়ে এ মুখ খুলেছেন অ্যাকশ দৃশ্যের পরিচালক ও নিল। তিনি শাহরুখ খান ও হলিউড অভিনেতা টম ক্রুজের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। নিল বলেছেন, তার দুজনেই খুব পেশাদার এবং খুব ট্যালেন্ট। টম ক্রুজও অ্যাকশন দৃশ্যে বেশ ভয়ডরহীন। শাহরুখ তেমনই। তিনি আরও বলেছেন, অ্যাকশন দৃশ্য জমাতে শাহরুখ তার শরীরেও বেশ পরিবর্তন এনছেন। টমের মতো তিনিও দর্শকদের আনন্দ দিতে চান। আমরা সবাই তার সাথে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। এই অ্যাকশন ডিরেক্টরের মতে শাহরুখ খান যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন। সাথে তিনি শাহরুখকে সত্যিকারের ভদ্র মানুষ বলেও আখ্যা দিয়েছেন। Related posts:নতুন গান নিয়ে আসছে হাবিবকরোনার ভয়ে মান্নাতকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ!এবার করোনাভাইরাসে আক্রান্ত নোবেলের বাবা Post Views: ১৫৮ SHARES বিনোদন বিষয়: