পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি: জামালপুরে শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ অবৈধভাবে জন্ম নেওয়া বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেছেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে মাঠ আছে এবং থাকবে। জনগণের জানমাল রক্ষা এবং উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুস সামাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলা ও জামালপুর সদরের ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। Related posts:বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু : সজীব ওয়াজেদ জয়পালানোর রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি করে: ওবায়দুল কাদেরজি কে শামীম যুবলীগের কেউ নয় : যুবলীগ চেয়ারম্যান Post Views: ২৩২ SHARES রাজনীতি বিষয়: