শেরপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু ও জেলা গ্রন্থাগার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. সাজ্জাদুল করিম। আলোচনা সভা শেষে কবিতা পাঠ, পুঁথি কাব্য পাঠ, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় জেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে চোর আটকনকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুশেরপুরে কামারিয়া ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর সেলাই মেশিণ বিতরণ Post Views: ১৪২ SHARES শেরপুর বিষয়: