সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর ইউনিয়নের চালা গ্রামের খলিলের স্ত্রী করুনা খাতুন (২৫) ও তাঁর ছোট ছেলে তারিকুল ইসলাম (৩)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যানের চালক ও আরেক যাত্রী। এদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান বলেন, আজ সকাল ১০টায় চালা বাজার থেকে ভ্যানে করে উল্লাপাড়া বাজারের দিকে যাত্রা শুরু করেন তিনজন যাত্রী। এ সময় বগুড়া থেকে ছেড়ে ‘আশা’ নামের ব্লকবাহী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ সময় গুরুত্বর আহত হন আরও দুজন। নিহতরা দুজনই চালা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ Related posts:দুর্নীতিবিরোধী দিবসে শেরপুরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা‘কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে’এবার ধান কাটলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক Post Views: ১৭১ SHARES সারা বাংলা বিষয়: