ঝিনাইগাতী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এছাড়াও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বার্ষিক সভায় ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম এর প্রতিবেদন পেশ ও অনুমোদন, ১ জুলাই ২০২১ হইতে ৩০ জুন ২০২২ হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে সমিতির সদস্যদের মধ্যে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। Related posts:শেরপুরে অঘোষিত লকডাউনে কঠোর তৎপরতায় রয়েছে স্থানীয় প্রশাসনশিক্ষার্থী রুকুনুজ্জামান অপহরণ ॥ অতঃপর ঝিনাইগাতীতে উদ্ধার ॥ গ্রেফতার ১শেরপুরে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত Post Views: ১৬৮ SHARES শেরপুর বিষয়: