নকলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩ শেরপুরের নকলায় পৌর শহরে অবস্থিত নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দিন ব্যাপী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র ও মাদরাসার সভাপতি হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে সহসভাপতি জাহিদ হোসেন বাদশা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দৌড়, হাড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ, প্রীতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভাশেরপুর জেলার উন্নয়নে ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভাঝিনাইগাতীতে শিক্ষার্থীদের সাথে ওসি মনিরুল আলমের মতবিনিময় অনুষ্ঠিত Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: