নকলায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩ শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। ‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। ভোক্তা পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ। বক্তাগণ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়ার আহবান জানান। Related posts:নকলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশেরপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্রীবরদীতে গৃহবধূ হত্যার অভিযোগে শ্বাশুড়ি গ্রেফতার Post Views: ১৭০ SHARES শেরপুর বিষয়: