পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প, নিয়ন্ত্রণে ১০ ইউনিট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানান দমকল কর্মীরা। ৫ মার্চ রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি। চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে আগুন ৩টি ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আমাদের ১০টি ইউনিট কাজ করছে। আকতার নামে এক রোহিঙ্গা বলেন, আমাদের ১১নং ক্যাম্পের এক শ’র বেশি ঘর পুড়ে গেছে। আমরা কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছি। আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। ৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হঠাৎ করে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার স্টেশনকেও খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। Related posts:মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে সাপ্তাহিক নকশি পণ্যের হাট উদ্বোধনময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৩ মৃত্যুসিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে দুই দোকানদারকে জরিমানা Post Views: ১৮৬ SHARES সারা বাংলা বিষয়: